ফতুল্লায় সিদ্দিক হত্যায় আরো একজন গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় সিদ্দিক মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) সকালে ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালুকে গ্রেফতার করা হয়। দুপুরে এ মামলায় তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া আবু বক্করের আদালতের দেয়া জবানবন্দির তথ্য অনুযায়ী সালুকে গ্রেফতার করা হয়। সালাউদ্দিন সালু ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকার সফর আলীর ছেলে। এরমধ্যে সিদ্দিক মিয়া হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে আবু বক্কর, বিপ্লব ও মুজাকে। তাদের মধ্যে আবু বক্কর সিদ্দিক মিয়াকে হত্যা করা দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) হাসানুজ্জামান জানান, সিদ্দিক মিয়া হত্যাকাণ্ডে অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন নিহতের মেয়ে। সে মামলা তদন্ত করে এর আগে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে আবু বক্কর নামে একজন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আবু বক্করের দেয়া জবানবন্দি অনুযায়ী সালুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকসহ নয়টি মামলা রয়েছে। এরমধ্যে দুটি জিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। আর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সালাউদ্দিন সালুকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন বিকেলে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকাস্থ শহিদ মিয়ার বাড়িতে বসবাসরত সিদ্দিক মিয়ার রুমে আবু বক্করসহ আট থেকে নয়জন মাদকসেবী ইয়াবা সেবন করতে আসেন। এসময় সবাই ইয়াবা সেবন করলেও সিদ্দিক মিয়াকে কেউ সেবন করতে দিচ্ছিলেন না। এতে সিদ্দিক মিয়া উত্তেজিত হলে অন্যরা তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আট থেকে নয়জন মিলে সিদ্দিক মিয়াকে মারধর করে বুকে কাঠ ও বাঁশ দিয়ে এলোপাতারি আঘাত করে হত্যার পর লাশ বাড়ির পাশে ফেলে চলে যায়। নিহত সিদ্দিক ফতুল্লার দেওভোগ মুন্সীবাড়ি এলাকার ফজর আলী মুন্সীর ছেলে।

add-content

আরও খবর

পঠিত