নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ ৮ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৪ মার্চ) বেলা ১০টা থেকে টানা দুপুর ২টা পর্যন্ত ফতুল্লায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান এর নেতৃত্বে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ঢাকা জেলা, ঢাকা মেট্টো, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, আনসার বাহিনী এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
জানা যায়, যৌথবাহিনীর প্রায় ৭০জন সদস্য মাদক বিরোধী সাড়াশী অভিযানে মাঠে নামে। ফতুল্লা থানাধীন চানমারীসহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ হাতে নাতে আটক করা হয়েছে ৮ মাদক বিক্রেতাকে। মোবাইল কোর্টের মাধ্যমে সাত মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড করা হয়েছে।
আসামীরা হলো, নুর জাহান বেগম, (৪০), মো. ফারুক হোসেন (২৫), মো. মমিন (৩০), মো. রফিকুল ইসলাম (২৭), মো. ফারুক (৪৭), মো. রাসেল (২৪) ও মো. সোহেল (৩৩)। এছাড়া অপর এক জন আব্দুল্লাহ (২২) এর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। মাদক বিক্রেতাদের কাছ থেকে আলামত হিসাবে ৭০০ গ্রাম গাজা এবং ২০ গ্রাম ওজনের হিরোইন ২০০ পুড়িয়া উদ্ধার হয়েছে।
অভিযান সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে কোন ছাড় নয়। এছাড়াও মাদক বিক্রেতাদের ছাড়িয়ে নেওয়ার জন্য যারা সুপারিশ করবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে হলে সচেতন মহলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। নারায়ণগঞ্জের প্রশাসন মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।