ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় একটি মাদ্রাসায় ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে এ অভিযোগে মাদ্রাসার শিক্ষক তাফসিরুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় এলাকাবাসী লম্পট শিক্ষকের বিচার দাবিতে মাদ্রাসার সামনে বিক্ষোভ করেছে। ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত তাফসিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এঘটনা ঘটে।

গ্রেফতারকৃত শিক্ষক তাফসিরুল ইসলাম রংপুর জেলার বদরগঞ্জ থানার গোমস্তাপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক জানান, কয়েকদিন যাবৎ কৌশলে শিশু শিক্ষার্থীকে মাদ্রাসায় শিক্ষক তাফসিরুল ইসলাম বলাৎকার করে আসছে। এতে শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে তার বাবা মা চিকিৎসকের কাছে নিয়ে যায়। এতে ধরা পড়ে বলাৎকারের বিষয়টি। এরপর শিশুর বাবা থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে শিক্ষককে গ্রেফতার করা হয়।

add-content

আরও খবর

পঠিত