নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় একটি পুকুরে ভাসমান অবস্থায় ওমর ফারুক (৪৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
২৬ আগষ্ট রবিবার সকাল ১০ দিকে উপজেলা কুতুবপুর ইউনিউণের নন্দলাল পুর এলাকায় পুরাতন জামে মসজিদের পুকুর থেকে ঐ ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। ঐ ব্যাক্তির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের।
তিনি জানান, নিহত ওমর ফারুকের পরিবার খবর পেয়ে থানা এসেছেন। পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ গ্রহন করার আবেদন করেছে। এ ব্যাপারে অপমৃত্যু দায়ের করা হয়েছে।
জানা যায়, স্থানীয়রা সকালে পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে কে খবর দেয়। এরপর পুলিশ লাশ টি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওমর ফারুকের আাত্মীয় স্বজনের বরাত দিয়ে জানান, ওমর ফারুক হার্টের রোগি ছিলেন। তিনি হয়তো পুকুরে অজু করতে গিয়ে পুকুরে পড়ে যান। পড়ে সেখান থেকে আর উঠতে পারেনি।