নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা থানায় বিএনপির ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মোট ৫৩ জনের বিরুদ্ধে নাশকতা মামলা করা হয়েছে। এই মামলায় জেলা ছাত্রদলের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামীরা পলাতক রয়েছেন।
এর আগে (৭ সেপ্টেম্বর) শুক্রবার বিকেল ৪টায় ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) কাজী এনামুল হক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত তিন আসামী হলেন, সোহেল মোল্লা, দুলাল ভূইয়া ও রাজীব হোসেন।
মামলার অন্যান্য আসামীরা হলেন, সাবেক এমপি গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ আকবর, মহানগর যুবদলের আহ্বায়ক ও নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, কালাম পাটোয়ারি, তুষার আহম্মেদ মিঠু, নজরুল ইসলাম সহ আরো ২৮ জন। এছাড়া অজ্ঞাত আরো ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে নাশকতা ও সরকার বিরোধী কর্মকান্ডের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের ভূইগড় থেকে জেলা ছাত্রদলের সোহেল মোল্লা, দুলাল ভূইয়া ও রাজীব হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল, ২২টি লোহার রড ও ১৭টি বাশের লাঠি উদ্ধার করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।