নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লায় বাস চাপায় মোজাম্মেল হক (৪০) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার তল্লা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোজাম্মেল হক তল্লা এলাকার বাসিন্দা বলে জানা যায়।
এ ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করে ভাঙচুর করে। এসময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ বাসটি আটক করে ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।