নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লায় বজ্রপাতে একটি বহুতল ভবনের গ্যাস রাইজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৩ এপ্রিল বুধবার রাত ৭টায় ফতুল্লার দক্ষিণ সস্তাপুর বাইতুল মনির সড়কের খান মঞ্জিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ সময় আশপাশের বাসা বাড়িতে বসবাসরত লোকজন আতংকে ছোটাছুটি করে দূরে আশ্রয় নেয়। পরে এলাকাবাসী বৃষ্টিতে ভিজে বালু দিয়ে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে এসে দেখেন এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করেছে।
এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা এলাকাবাসীকে ডেকে জুড়ো করে আগুন নিয়ন্ত্রণ সম্পর্কে আরো বিস্তর ধারনা দেন। মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সেশন অফিসার আরিফুল হক জানান, পঞ্চম তলা খান মঞ্জিলের নিচ তলায় পশ্চিম পাশে গ্যাস রাইজারে লিকেজ থাকায় গ্যাস বজ্রপাতে আগুন ধরে যায়।