ফতুল্লায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার বিসিক শিল্পঞ্চলে ইমু ফ্যাশন নামে একটি পোশাক কারখানার ৩য় তলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।  তবে প্রতিষ্ঠানটি বন্ধ ছিলো বলে জানা গেছে।

এদিকে, এঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার ভেতর তিনতলায় থাকা সব পোশাক পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা জানা না গেলেও আগুন তিনতলার সিড়ি থেকে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পচিালক মামুন মাহমুদ।

তিনি বলেন, আমাদের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে আগুন ভবনের তিন তলা থেকে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত