নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় পুলিশের অস্ত্র চুরির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে লিখন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে মূল হোতা পলাতক রয়েছে। সোমবার (১৪ মে) দুপুরে ফতুল্লার দাপা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের। তবে তিনি মূলহোতার নাম প্রকাশ না করতে অনুরোধ জানান।
জানা গেছে, ফতুল্লা মডেল থানার এএসআই সুমন কুমার পালের নেতৃত্বে একটি টিম ফতুল্লা রেল স্টেশন রোড এলাকার ওরিয়ন গ্রুপের বালুর মাঠে দায়িত্ব পালন করছিলেন। এসময় গাড়িতে ঘুমিয়ে যান সুমুন কুমার আর তাঁর টিমে থাকা কনস্টেবলরা গাড়িতে অস্ত্র রেখে অদূরে ছিলেন। এ সুযোগে গাড়ি থেকে পুলিশের চাইনিজ রাইফেল দূস্কৃতিকারীরা সরিয়ে ফেলে।
এ ঘটনায় রাত থেকেই প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়। পরে সোমবার (১৪ মে) ভোর ৬টা থেকে বেলা ১১ টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা তল্লাশী চালিয়ে দাপা বালুর মাঠের পাশর্^বর্তী বরকত মেম্বারের বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, অস্ত্র চুরি করে নিয়ে যাওয়া মূলহোতাকে সনাক্ত করা গেছে। এখনই তাঁর নাম প্রকাশ করতে চাচ্ছি না। তাহলে সে সতর্ক হয়ে যাবে। তাঁকে গ্রেফতারে একাধিক টিম মাঠে কাজ করছে। সে পলাতক রয়েছে। লিখন নামে তাঁর এক সহযোগিকে আটক করা হয়েছে।
এ ঘটনার খবরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) আসাদুজ্জামান পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ফতুল্লা থানায় উপস্থিত হয়ে কর্তব্যে অবহেলার কারণে এএসআই সুমন কুমার পালকে ক্লোজড করেন। সুমন কুমার পালকে থানা থেকে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।