নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার আকবরনগরে সোমবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, প্রথমে সামাদ আলীর পক্ষের লোকজন রহিম হাজীকে মারধর করে। এ সময় রহিম হাজীর পক্ষের লোকজন খবর পেয়ে সামাদ আলীর বাড়ি ঘর ঘেরাও করে ভাংচুরের চেষ্টা চালায়। এতে দুইপক্ষের সংঘর্ষ হলে ১০ জন আহত হন।
তখন উভয়পক্ষকে শান্ত করতে সামাদ আলীর স্ত্রী নাছিমা বেগম ও রহিম হাজীকে আটক করা হয়েছে। এখন পরিস্থিত শান্ত রয়েছে।