নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় বিসিকে ক্রোনি গার্মেন্টসে জাকির হোসেন(২৬) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিকেরা বিক্ষোভ মিছেল বের করে। এসময় শ্রমিকেরা কারখানার বাইরে ভাংচুর চালায়। শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ ছিলো্।
নিহত জাকির জামালপুরের ইসলামপুর থানা এলাকার হেলালউদ্দীনের ছেলে। বিসিকে কাজ করার সুবাদে সে ফতুল্লাতেই ভাড়া বাসায় থাকতো।
নিহতের সহকর্মীদের সূত্রে জানা গেছে, জাকির বুধবার (২৪ অক্টোবর) সকাল ৮টায় অফিসে মেশিনটি চালু করতে গিয়ে এমন দূর্ঘটনার কবলে পড়লো সেটিতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ছিলো। বিদ্যুৎস্পৃষ্ট জাকিরকে তারাই নগরীর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনার পর কারখানার শ্রমিকেরা ছুটি চাইলে মালিক পক্ষ দিতে অনীহা প্রকাশ করে। এ নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করতে থাকে। ভাংচুর করে কারখানা।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, শ্রমিকের মৃত্যুর পর তারা ছুটি চাইলে মালিক পক্ষ অনীহা করে। এ নিয়ে বাকবিতন্ডা ঘটে। পরে শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করে পুলিশ তাদের সরিয়ে দেয়।