নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে মুসলিম নগরে এ ঘটনা ঘটে। এব্যাপারে গৃহবধু মঙ্গলবার সকালে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
মুসলিমনগর এলাকার আহসান উল্লাহর বাড়িতে স্বামীর সাথে ভাড়া থাকে গার্মেন্টস কর্মী। একই বাড়ির ভাড়াটিয়া আবু বকর বিভিন্ন সময় ঐ গৃহবধুকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। সোমবার রাত ১০টার দিকে গৃহবধু গার্মেন্টস থেকে বাসায় ফেরে। এসময় দরজা খোলা পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে আবু বকর।
আবু বকর ঘরে প্রবেশ করেই গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার সময় গৃহবধুর স্বামী ঘরের সামনে এসে তার স্ত্রীর চিৎকার শুনতে পায়। স্বামী ঘরে প্রবেশ করায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকেও মারপিট করে ইয়াকুব। গৃহবধুর স্বামী সোমবার রাতেই খানপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
মঙ্গলবার সকালে গৃহবধূ বাদী হয়ে আবু বকরকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার পর থেকে আবু বকর পলাতক রয়েছে। আবু বকর পটুয়াখলী জেলার খেপুপাড়া থানার ধানখালী গ্রামের হাবুল মিয়ার ছেলে বলে জানা গেছে।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের পিপিএম বলেন, বাদীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।