ফতুল্লায় কবরস্থান ও মসজিদের উন্নয়নে আজমেরী ওসমানের ১ লক্ষ টাকা অনুদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লা দাপা ইদ্রাকপুর কেন্দ্রীয় কবরস্থান ও জামে মসজিদের উন্নয়নের জন্য একলক্ষ টাকা অনুদান দিলেন আলহাজ্ব আজমেরী ওসমান। বুধবার (৩০ জানুয়ারী) রাতে নাসিম ওসমান স্মৃতি ও দুস্থ্য জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন অনুদানের টাকাটি কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের মোতয়াল্লী হাজী মো. মরন আলীর হাতে তুলে দেন।

এসময় নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ তার সুযোগ্য সন্তান আজমেরী ওসমান ও তাদের পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু, সুস্বাস্থ ও উজ্জল ভবিষ্যত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা  দাপা ইদ্রাকপুর কেন্দ্রীয় কবরস্থান ও জামে মসজিদের পেশ ইমাম ইমাম নাসির উদ্দিন ফিরোজী।

এছাড়াও উপস্থিত ছিলেন, দাপা ইদ্রাকপুর কেন্দ্রীয় কবরস্থান ও জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী সামশুল হক, কোষাদক্ষ আব্দুর রউফ, কবরস্থান উন্নয়ণ কমিটির আবব্দুল বাতেন, মসজিদের পেশ ইমাম নাসির উদ্দিন ফিরোজী, উক্ত ওয়ার্ডের ভারপ্রাপ্ত মেম্বার মো. জামাল হোসেন, ছাত্রলীগ নেতা শেখ শাহীন আহম্মদ, মাসুদুর রহমান মাসুদ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত