নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : ফতুল্লার কায়েমপুরে ফকির নিটওয়্যারের শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই পুরো কলোনী পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় ওই ঘটনাটি ঘটে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে চুলা থেকেই এই আগুনের সূত্রপাত ঘটে। মূলত অসাবধানতাবসতই এই আগুন লেগেছে। তবে এতে তাদের টিনসেডের ঘরগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষকিকভাবে নিরূপণ করা যায়নি।