নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার ভূঁইগড় বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেয়ার অপরাধে ৫টি দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনার সময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখায় ২টি মাংসের দোকানকে ৫ হাজার করে ১০ হাজার টাকা, পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ এবং মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকানকে ৫ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুরগী বিক্রি করায় এক মুরগী বিক্রেতাকে ৫ হাজার টাকা এবং এক কাঁচামাল বিক্রেতা ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্যানিটারী পরিদর্শক মো. শাহজাহান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম জানান, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ ও সকল পণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এ ধরণের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।