নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান বিজয় দিবস উপলক্ষে ফটোসাংবাদিক মোক্তার হোসেন এর ৫ দিন ব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনীর সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমাপণী অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ ড. শিরিন বেগম, বিষের বাঁশি ডটকম ও নিউজ ২৪ ডটকম ওয়েভ সাইট এর সম্পাদক ও প্রকাশক সুভাষ সাহা, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি মো. সোবহান বেপারী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, নারায়ণগঞ্জ জেলা ফটো সাংবাদিক এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান শ্যামল, বর্তমান সভাপতি শেখ মাহমুদ হাসান কচি, সাধারন সম্পাদক এনামুল হক সিদ্দিকী, নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক এস এম রাজা হোসেন রাজু প্রমুখ।