ফজলে রাব্বির সেঞ্চুরিতে নীট কনসার্ণ একাডেমীর বড় জয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) :  শিরোপা পুনরুদ্ধারে  শক্তিশালী দল বানিয়েছে নীট কনসার্ণ। নিজেদের দলীয় শক্তি বাড়াতে ৩ই জানুয়ারি রবিবার নিয়ে এসেছে জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানকে। নিজেদের ৩য় ম্যাচে মাঠে নামে আটঘাট বেধে। ম্যাচও বড়। ম্যাচ জিতে নেয় নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী ১৭০ রানের ব্যবধানে। হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ১২ তম ম্যাচটিতে লড়েছে গতবারের রানার্স আপ নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী ও সেমি-ফাইনালিষ্ট নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব।

সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে রবিবার সকালে টস জিতে নীট কনসার্ণ  অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত ভুল ছিল না। কারণ  তাদের ব্যাটিং গভীরতা বেশ সমৃদ্ধ। হয়েছেও তাই। ১২ তম ম্যাচে এসে লীগের সর্বোচ্চ ৩২৯ রান  দেখেছে দর্শকরা। দেখেছে লীগের প্রথম সেঞ্চুরি। ফজলে রাব্বি ১০৮ বল খেলে ৭ বাউন্ডারি ও ৫ ছক্কায় আউট হয়েছেন ১০৬ রান করে। হয়েছেন লীগের প্রথম সেঞ্চুরিয়ান। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন রনি তালুকদার। ৭৪ বলে ৯ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৯৬ রানে ফিরেছেন প্যাভিলিয়নে। সাব্বির রহমান ৬১ বল খেলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ফিরেছেন ৭৪ রানে। তৈয়বুর পারভেজ ১৮ এবং রনি ফয়সাল ফিরেন ১২ রানে। রাইফেল ক্লাবের ফিল্ডারদের ক্যাচ মিস ছিল দৃষ্টিকটু।

রাইফেলের হাবিবুর নাইম ৬৪ রান ৪, সাজিদ ও সাকিব ২টি করে উইকেট পান। ৪৯.৫ ওভারে নীট কনসার্ণ তোলে ৩২৯ রান। রাইফেল ক্লাবকে জিততে হলে করতে হবে ৬.৬ রান প্রতি ওভারে। টার্গেট সহজ নয়। আবার ক্রিকেটে সবই হয়। কিন্তু রাইফেল ক্লাব পারেনি ৩২৯ অতিক্রম করতে। তারা থেমে যায় ১৫৯ রানে। ওপেনার মফিজুল রবিন ৪৪ বলে ৫ বাউন্ডারি  ও ১ ছক্কায় ৩২ রানে ফিরেন। দলের হয়ে বহিরাগত কোটায় খেলা নবীন ইসলাম চেষ্টা করলেও কাউকে পাননি। নবীন ৮৫ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ফিরেছেন ৬৬ রানে। আরিফ সজল করেন ১৭ রান। রাইফেলের বাকি ব্যাটসম্যানেরা ডাবল ফিগারে যেতে পারেনি। নীট কনসার্ণের স্পিনার ফয়সাল সরকার একাই ধসিয়ে দেয়। ৬ রান দিয়ে তিনি রাইফেলের ৩ উইকেট পান। সাব্বির রহমান পান ২ উইকেট ১৪ রান খরচায়।

সংক্ষিপ্ত স্কোর :

নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী : ৩২৯/১০ (৪৯.৫ ওভার) ফজলে রাব্বি-১০৬, রনি তালুকদার-৯৬, সাব্বির-৭৪, তৈয়বুর পারভেজ-১৮, রনি ফয়সাল-১২। অতিরিক্ত-৬। হাবিবুর নাইম-৪/৬৪, সাজিদ হাসান-২/৫৫, সাকিব-২/৮১।

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব : ১৫৯/১০(৩৬.২ ওভার) নবীন ইসলাম-৬৬, মফিজুল রবিন-৩২, আরিফ সজল-১৭। অতিরিক্ত-২৬। ফয়সাল সরকার-৩/৬, সাব্বির রহমান-২/১৪।

আম্পায়ার : মুজাহিদ স্বপন ও মোঃ রাজন। স্কোরার :  সাদ্দাম ও ডালিম (অল লাইন)।

আজ ৪ঠা জানুয়ারি সোমবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে সকাল ৯টায় রেইনবো এ্যাথলেটিক ক্লাব ও টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমীর খেলা অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত