নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : অনলাইন নিউজ পোর্টাল টাইমস নারায়ণগঞ্জ এর সম্পাদক প্রয়াত ফটো সাংবাদিক মেহেদী হাসান নয়নের কুলখানী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার ( ২২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোশিয়েশন জেলা শাখার উদ্যোগে নয়নের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, নিউ এইজ এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন, সমকালের জেলা প্রতিনিধি এম এ খান মিঠু, ফটো জার্নালিস্ট এসোসিয়শন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাহমুদুল হাসান কচি, সাধারণ সম্পাদক এনামুন হক, ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি নাহিদ আজাদ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম আর কামাল সহ স্থানীয় অনলাইন ও পত্রিকার সাংবাদিকবৃন্দ।
প্রয়াত ফটো সাংবাদিক মেহেদি হাসান নয়নের ছেলে নাবিলের পড়াশুনাসহ যাবতীয় খরচ বহন করার ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, যতদিন বেচেঁ থাকবো ততদিন নয়নের ছেলের যাবতীয় খরচ আমার।
তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের একতাবদ্ধ হওয়া দরকার। এই পেশাতে সৎ ভাবে থাকাটা যেমন কষ্টকর তেমনি অসহায় বোধ করি তখন, যখন একজনের বিপদে আরেকজন এগিয়ে না আসে। আমরা যেহুতু গণমাধ্যমকর্মী সেহুতু আমাদের সকলের একত্রে থাকা দরকার।
মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জে সাংবাদিকতা আর সম্মিলিত সাংবাদিক এই দুইয়ের মধ্যে অনেক ফারাক আছে। আমাদের মধ্যে কোন সমন্বয় নেই, এটা ভালো বিষয় নয়। দুর্যোগকালীন সময়ে একজন আরেকজনের পাশে দাঁড়ানো উচিৎ। কিন্তু নয়নের পাশে সেভাবে আমরা দাঁড়াতে পারি নাই।
তিনি বলেন, প্রতিটি পত্রিকার আলাদা নীতিমালা আছে। আর তা নিজস্ব নীতিমালাতে চলবে। তারপরও এর বাইরে আমাদেরকে মনে রাখতে হবে আমরা গণমাধ্যমকর্মী, সাংবাদিক। পেশাজীবি হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিটা এই হোক যে আমরা একে অপরের ভাই।