নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সদস্য প্রয়াত মোহাম্মদ সেলিম রেজার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর ) বিকেলে শহরের পুরান কোর্টস্থ জেলা গণগ্রন্থাগারে এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ কমিটির সভাপতি আরিফ মিহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির, ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ কমিটির সহ সভাপতি এম এম মোশারফ হোসেন, সহ-সভাপতি রঞ্জিত মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ উল আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা শাহীন, কোষাধ্যক্ষ মো. শহিদুল্লাহ শিশির, সাহিত্য সম্পাদক আবদুহু সাফি মাহমুদ ফারুক, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন ডাবলু, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুব হোসেন বিজন, প্রকাশনা সম্পাদক ভজন দাস, এ এস এম এনামুল হক প্রিন্স, মো. ডালিম, ইউনেস্কো ইয়ুথ ক্লাব অব নারায়নগঞ্জ সভাপতি আনন্দ কুমার সেরাওগী, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রনি, রিপন কর্মকার, মো. মোবাশ্বির হকসহ সদস্যবৃন্দ।
এ সময় প্রয়াত মোহাম্মদ সেলিম রেজার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়