প্রবীর হত্যা মামলায় সাক্ষ্য দিলেন গোয়েন্দা উপ-পরিদর্শক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর স্বর্ন ব্যবসায়ী প্রবীর ঘোষ হত্যা মামলায় আরও একজন স্বাক্ষ্য দিয়েছে। তিনি হলেন, যশোর জেলা গোয়েন্দা শাখার উপ-পুলিশ পরিদর্শক মো. মফিজুল ইসলাম। তবে তিনি তার পুরো সাক্ষ্য সমাপ্ত করতে পারেননি। রবিবার (৫ মে) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমানের আদালতে এ সাক্ষ্য নেয়া হয়।

এসময় মামলার বাদী পক্ষে উপস্থিত ছিলেন, নিহত প্রবীর ঘোষ এর ছোট ভাই বিপ্লব ঘোষ, সমির ঘোষ, মামাত ভাই রিপন বিশ্বাস, মামা ধনঞ্জয় ঘোষ ও শংকর ঘোষ।

আজ বাদী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি পিপি এড. এস.এম. ওয়াজেদ আলী খোকন, রাষ্ট্র সহয়াক এড. মৃনাল কান্দি দত্ত বাপ্পি, এড. জয়ন্ত কুমার ঘোষ, এড. মিনহাজ উল ইসলাম ভূইয়া, এড. জনি চন্দ্র গোপ, প্রমূখ।

এসময় পিপি এড. ওয়াজেদ আলী খোকন জানান, আলোচিত প্রবীর হত্যা মামলাটির সাক্ষ্য প্রায় শেষের দিকে। আশা করা যাচ্ছে মামলাটি দ্রুত নিষ্পত্তি করার সম্বব হবে।

add-content

আরও খবর

পঠিত