প্রধানমন্ত্রী সারাবিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করেছেন : জুয়েল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করেছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এমপি শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রে কাজ করে যাচ্ছে। আগামী দিনে নারায়ণগঞ্জ হবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং নারায়ণগঞ্জ হবে শেখ হাসিনার।

১০ জানুয়ারী (শুক্রবার) সকালে ২নং রেলগেইইট এলাকার আওয়ামী লীগের অফিসের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তার নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শহরে একটি শোডাউন করেন।

জুয়েল হোসেন বলেন, ১৯৭২ সালের এই দিনে জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলার মাটিতে পা রেখে বাংলার মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মুক্তার, প্রচার ও প্রকাশনা আল আমীন, সহ-প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে, সহ-দপ্তর রাকিবুল হাসান রেসিন, সহ-আইন বিষয়ক সজিব মোল্লা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এমি আহম্মেদ, সমাজ কল্যান সম্পাদক এস আলম রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক বুলবুল আহম্মেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী ওয়াসিম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল, কার্যকরি সদস্য আবুবকর সিদ্দিক বাবু, মো. নাদিম শেখ, আমির হোসেন, বাবুল দেওয়ান, আজাহার আলী রাসেল, মারুফ জাহান, মাহাবুব, সোহাগ, জাহিদ হাসান, নোমান হোসেন অরক, পাপ্পু, ইমন হাসান, হেলাল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজ্বী জহির, আলমগীর, জব্বার প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত