প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত মন্ত্রিসভা দিয়েছেন : মন্ত্রী গাজী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, জেলায় মাদক নিয়ন্ত্রন হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতে জিরো টলারেন্স। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দুর্নীতিমুক্ত মন্ত্রিসভা দিয়েছেন। আমরা চাই দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে, মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে দেওভোগের আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাবেক পৌর মেয়র আলী আহাম্মদ চুনকার মৃত্যুবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

জেলা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের এসপি সাহেবকে বলবো, তিনিও যেন আমাদের সুশাসন চালাতে সহযোগিতা করবেন। নারায়ণগঞ্জের যে সুনামটা হারিয়ে গিয়েছিল সেটা যেন ফিরে আসে।

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে বলেন , আমাদের সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী একজন যোগ্য নেত্রী। ওনাকে বলবো, আপনি আপনার সুশাসন চালিয়ে যান।

add-content

আরও খবর

পঠিত