প্রতিকূলতা কাটিয়ে সদর থানায় বহাল ও‌সি কামরুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রতিকূলতা কাটিয়ে আইনী জটিলতার প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলামকে বহাল করা হয়েছে। এ সময় থানার সকল পুলিশ কর্মকর্তাবৃন্দ তাকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়।

যোগদানের পর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, ইয়াবা ট্যাবলেট সহ আটক হওয়া এএসআই সরোয়ার্দী রুবেল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আদালতে জবানবন্দি দেয়। পরে সিআইডি তদন্ত শেষে আমার কোন সম্পৃক্ততা না পেয়ে আমাকে ওই মামলা থেকে অব্যাহতি দিয়েছে। তাই আদালতের নির্দেশেই জেলা পুলিশ সুপার মহোদয় আমাকে পুনরায় পদে বহাল রেখেছেন।

তিনি আরো বলেন, সত্যের জয় চিরদিন রয়। আমার পুলিশ সুপার মহোদয় আমাকে জানেন আমি নির্দোষ তাই তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।

ওসি কামরুল ইসলাম বলেন, দেশ ও জাতির কল্যানে আমি যাতে সব সময় কাজ করতে পারি। আপনারা আমাকে দোয়া করবেন। দীর্ঘ ২০ দিন বিশেষ কারনে থানায় কর্মরত ছিলাম না। এখন আবার যোগদান করলাম। উধ্বর্তন কর্মকর্তারা আমাকে আবার দায়িত্ব দেওয়ায় তাদেরকে কৃতজ্ঞতা জানায়। যে কোন ধরনের তথ্য দিয়ে আপনারা আমাদের কাজে সহযোগীতা করবেন।

এর আগে হাইকোর্ট মো. কামরুল ইসলামকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়।

add-content

আরও খবর

পঠিত