প্রকাশিত সংবা‌দের প্র‌তিবা‌দে ঝিকুর লিগ্যাল নো‌টিশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগ‌ঞ্জে প্রচা‌রিত দৈনিক ভোরের সমাচার প্র‌তি‌দিন, পত্রিকায় প্রকা‌শিত সংবা‌দের প্র‌তিবা‌দে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ঝিকু আহ‌মেদ। মঙ্গলবার (২৩ এ‌প্রিল) দুপু‌রে তার পক্ষে সম্পাদক আব্দুল্লাহ মামুনকে নোটিশটি দেন এডভোকেট ফয়সাল আহমেদ।

এরআ‌গে র‌বিবার (নারায়ণগঞ্জ জেল থেকে বেড়িয়ে আবারও বেপরোয়া জিকু) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি ভুল বুঝে করা হয়েছে এ মর্মে এক সপ্তাহের মধ্যে পুণরায় প্রতিবেদন প্রকাশ না কর‌লে পত্রিকার সম্পাদকের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে বলে জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, গত ২১ এ‌প্রিল প্রকা‌শিত সংবাদ‌টি ভিত্তিহীন ও বানোয়াট ব‌লে দা‌বি ক‌রে ঝিকু আহ‌মেদ। ওই সংবাদ প্রকাশে সামাজিক ও অর্থনৈতিক মারাত্মক ক্ষতি সাধন হয়েছে। এর স্বপক্ষে আপিল নোটিশ প্রহিতার কাছে কোন প্রকার দালিলিক প্রমান নেই। অযথা হয়রানী ও সমাজিকভাবে হেনস্থা করার জন্য সংবাদটি পরিবেশন করেছেন।

add-content

আরও খবর

পঠিত