পুলিশ থেকে শুরু করে মসজিদের ঈমাম পর্যন্ত মাদকে ছয়লাভ : মনিরুল ইসলাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়নগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল মনিরুল ইসলাম বলেছেন, এদেশের মানুষ ঐতিহাসিকভাবে শান্তি প্রিয়, এরা কখনোই মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসকে স্বাগত জানায়নি। কিন্তু পুর্বে থেকেই এদেশ ষড়যন্ত্রের স্বীকার । বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এ ষড়যন্ত্রে বেড়াজাল ভেঙ্গে আমাদের স্বাধীনতা পিপাসা মিটিয়েছে। তারপরেও দেশি-বিদেশী ষড়যন্ত্র থেমে নেই। সববাধা অতিক্রম করে জননেত্রী হাসিনা দেশকে নিয়ে গেছে উন্নয়নের নতুন দিগন্তে। বাংলাদেশ বর্তমান বিশ্বের ৩৪তম অর্থেনৈতিক  শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের বুকে নাম লিখিয়েছে। লাল-সবুজ পতাকা আজ স্যাটেলাইটে দৃশ্যমান। ২০২৬ সালের মধ্যেই দেশে চালু হচ্ছে বুলেট ট্রেন। আছে সাব-মেরিন, মেট্রোরেল। চলছে পাতাল রেলের কাজ। অর্থ্যাৎ আমরা যা পুর্বে কল্পনা করতাম তা আজ বাস্তবে দেখছি।

সোমবার সকাল ১১টায় সোনাকান্দা কিল্লা মসজিদ সন্মূখে বন্দর থানা প্রশাসন কর্তৃক আয়োজিত মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী কমিনিউটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদকের যে তালিকা দেয়া হয়েছে তা এখানেই শেষ নয়। আমরা মাদক সন্ত্রাসী আর জঙ্গিবাদের শিকড় ঊপরে ফেলব। পুলিশ থেকে শুরু করে মসজিদের ঈমাম পর্যন্ত মাদকে ছড়িয়ে গেছে। শুধু পুলিশ দিয়ে এটা নির্মুল সম্ভব নয়। মাদক নির্মুলে প্রয়োজন সকলের সহোযগিতা। সকল সেক্টরেই মাদকের প্রভাব রয়েছে। এটা নির্মূলে পুলিশ ও জনগনের ওতপ্রোতভাবে সহায়তা প্রয়োজন।

বন্দর থানা অফিসার ইনচার্জ একেএম শাহীন মন্ডলের সভাপতিত্বে ও বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ, বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির বন্দর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম, বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, বন্দর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন ছিদ্দিকী, বন্দর ফাঁড়ি ইন্সপেক্টর এমদাদুল হক, মদনগঞ্জ ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর তরিকুল আলম জুয়েল, কামতাল তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, ধামগড় ফাঁড়ীর ইন্সপেক্টর কুতুবে আলম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, মুসাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় চেয়ারম্যান মাসুম আহমেদ, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, জাপানেতা আজহারউদ্দিন ভূইয়া জিন্নাহ প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত