পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ যুবদলের কর্মসূচী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ জাতীয়াতাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জের জেলা যুবদলের পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ কর্মসূচী । ২৭ অক্টোবর রবিবার সকাল ১০ টায় যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে নগর ভবনের সামনে থেকে এ বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে নেতাকর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ এসে কোন কথা ছাড়াই লাঠিচার্জ করে ছত্রভঙ্গ শুরু করে দেয়। পুলিশের এ আচরণে হতভম্ব হয়ে দিগ্বিদিক ছুটোছুটো করে নেতাকর্মীরা। এতে সংগঠনের ১০জন নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে জেলা যুবদলের নেতারা।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল থেকে বিভিন্ন উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে ও তার আশপাশ এলাকায় এসে জড়ো হতে থাকে।এসময় যুবদলের নেতাকর্মীরা মুক্তি মুক্তি মুক্তি চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই বলে শ্লোগান দেয়। খালেদা জিয়ার মুক্তির শ্লোগানে প্রকম্পিত হয়ে পুরো নগরী। র‌্যালিটি নগর ভবন থেকে শুরু করে মন্ডলপাড়া ব্রীজ হয়ে ডিআইটি দিয়ে চাষাঢ়ার দিকে আসতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধা উপেক্ষা করে র‌্যালিটি ২নং রেল গেইটের সামনে আসলে পুলিশ এসে আবারও বাঁধা দেয়। পরে পুরাতন পার্টি অফিসের সামনে সমাবেশ করতে চাইলে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় লাল সবুজ টুপি পরিধান করে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির শ্লোগান দিতে থাকে। র‌্যালির মাঝপথে পুলিশ বাঁধা দিতে চাইলেও পুলিশের বাঁধা উপক্ষো করে নেতা-কর্মীরা মিছিল চালিয়ে যান এবং ২নং রেইল গেইট সংলগ্ন জেলা বিএনপির পুরানো কার্যালয় পর্যন্ত এসে সমাবেশ শুরু করে। সমাবেশে প্রথম বক্তা হিসেবে মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বক্তব্য শুরু করলে অতর্কিতে পুলিশ সমাবেশে লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়।

এর আগে যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার সকাল থেকেই জেলা যুবদলের নেতাকর্মীরা শহরের জিমখানা মাঠে জড়ো হতে থাকে। যুবদল নেতাকর্মীদের সাথে যোগ দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান ও জেলা বিএনপির সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিটতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত , সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি শহীদুল ইসলাম রিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, রাসেল রানা, সাজেদুল ইসলাম সেলিম, সহ সম্পাদক সেলিম হোসেন দিপু, দেলোয়ার হোসেন শাহ, সহ কোষাধ্যক্ষ আশ্রাফ মোল্লা, যুবদল নেতা মো: রোমান, বন্দর বিএনপি নেতা মহিউদ্দিন শিশির, বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনু, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ঋষিকেশ মন্ডল মিঠুসহ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত