নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৩০ পুড়িয়া হেরোইন সহ পুরস্কার ঘোষিত ২ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯ টায় দেওভোগ এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কালা মিয়া কালাই (৩৮), পিতা মৃত সাদেক আলী, সাং- সৈয়দপুর, পশ্চিম ফকির বাড়ি। অপরজন হলো দিপু (৩৬), পিতা মৃত কালা চাঁন মিয়া, সাং- ৫২নং দেওভোগ আখড়া মসজিদ।
সদর মডেল থানা পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ তারা পলাতক ছিলো। তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য সদর মডেল থানা কর্তৃক পুরস্কার ঘোষনা করা হয়। এদের উভয়ের বিরুদ্ধে ৬টি করে মাদকের মামলা রয়েছে। অফিসার্স ইনচার্জ কামরুল ইসলামের দিকনির্দেশনায় এবং এসআই শাহাদাত ও এনায়েত, কনষ্টেবল কাউছার, আজম সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদেরকে মাদকের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।