নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী ২০২১-২৪ সালের জন্য পুনরায় ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সভাপতি এস এম আরিফ মিহির ও প্রদীপ কুমার দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে সভায় সর্বসম্মতিক্রমে গত ১২ জানুয়ারি মঙ্গলবার এই কমিটির অনুমোদন দেয়া হয়।
গত ১২ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৭ টায় নারায়ণগঞ্জ কলেজ শিক্ষক মিলনায়তনে ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার ত্রি- বার্ষিক সাধারণ সভা ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সভাপতি এস এম আরিফ মিহির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সঞ্চালনায় সভা অনু্ষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কার্যালয়, সমন্বয় পরিষদের সভাপতি ও ইউনেস্কো ক্লাবের উপদেষ্টা মো. শামসুজ্জামান ভাষানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইউনেস্কো ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু।
এ সময় বক্তব্য রাখেন ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি এম এম মোশারফ হোসেন, সহ সভাপতি লিটন চন্দ্র পাল, সহ সভাপতি রঞ্জিত মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জসিমউদ্দিন, সাহিত্য সম্পাদক আবদুহু সাফি মাহমুদ ফারুক, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ শাহানশাহ ভূঞা, সার্জেন্ট এট আর্মস মোজাম্মেল হোসেন লিটন, ক্রীড়া সম্পাদক মো: সাখাওয়াত হোসেন ডাবলুু, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন, সমাজসেবা সম্পাদক মো. মাহবুবুর রহমান, প্রকাশনা সম্পাদক ভজন দাস, দপ্তর সম্পাদক নাজির খান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহবুব হোসেন বিজন, যুব সম্পাদক আনন্দ কুমার সেরাওগী সুমন, ধর্ম সম্পাদক মো. কামরুজ্জামান রনি, মহিলা সম্পাদক হাজেরা খাতুন জোৎস্না, স্বাস্থ্য সম্পাদক মো: কবির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো: আবুল কালাম আজাদ, সদস্য মো. আব্দুর রব লাবু, পংকজ বিশ্বাস, এনামুল হক প্রিন্স, মোহাম্মদ আক্তারুজ্জামান শান্ত, মো: কামরুল হাসান, মো: রিয়াজউদ্দিন, এড. অঞ্জন দাস, আরিফুল ইসলাম জনি, মো: ওয়ালিউল্লাহ, রিপন কর্মকার, মো: ফারুক হোসেন, মো: ইউসুফ কবির, শ্যামল সাহা, এস এম বিজয়, বিরাজ পাল চৌধুরী সহ নেতৃবৃন্দ।