নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আনসার আল ইসলামের সদস্য সন্দেহে গ্রেফতার আবু বক্কর সাজনের শাস্তির দাবী করলেন পিতা। শফিউল্লাহ শফি ফতুল্লা থানা আওযামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। ১৩ নভেম্বর মঙ্গলবার ছেলের ব্যাপারে আকুতি করে বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।
দলের ক্রান্তি সময়ে সক্রিয় ভাবে রাজপথে থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করেছে আসছি। কোন অপরাধীকে কখনো আশ্রয় প্রশ্রয় দেয়নি। আর কখনো দিবোও না। পুত্র আবু বক্কর সাজন অপরাধী হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে শফিউল্লাহ শফির বাড়ি থেকে তার পুত্র পুত্র আবু বক্কর সাজনকে আনসার আল ইসলামের সদস্য সন্দেহে গ্রেফতার করেছেন র্যাব-৩। তবে এ ব্যাপারে র্যাব আনুষ্ঠানিক ভাবে কোন মন্তব্য জানা যায়নি।
এ প্রসঙ্গে শফিউল্লাহ শফির কাছে জানতে চাইলে তিনি আরো বলেন, কি কারণে গ্রেফতার করেছে তা আমার জানা নেই। তবে সাজন অপরাধী হলে সর্বোচ্চ শাস্তির হউক।