পশুর হাট নিয়ে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবেনা : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : পশুর হাট নিয়ে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবেনা মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, কোরবানির পশুর হাট, ঈদের জামাত এবং কোরবানির পর পশুর চামড়া নিয়ে কেউ কোথাও কোন অরাজকতা সৃষ্টি করতে পারবে না। এমনটি কেউ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্তা গ্রহণ করা হবে।  ৯ আগস্ট শুক্রবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে তিনি এই এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, পূর্বের ন্যায় ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতের জন্য পুলিশ সদস্যরা ঈদের দিন পর্যন্ত রাস্তায় থাকবে। মানুষ জন স্বস্তিতে, স্বাচ্ছন্দে ও নিরাপদে যাতে বাড়ি ফিরতে পারে সেটি নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করছে। ঈদের জামাতের আশে-পাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া ঈদ পরবর্তী সময়ে কোরবানির  পশুর চামড়া নিয়ে যাতে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না সেটি নিয়েও কাজ করছে জেলা পুলিশ। আলীগঞ্জ হাট ছাড়াও পুলিশ সুপার ফতুল্লা ও সদর এলাকার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন।

add-content

আরও খবর

পঠিত