নারায়ণগঁঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া চালকদের উদ্দেশ্যে বলেছেন, নিজ স্ত্রী ও পরিবারকে ভালবাসুন। স্ত্রীকে অন্য নারীর সাথে তুলনা করবেন না। অনেক চালকদেরকে নিয়ে কথা হয়ে থাকে, আপনারা পরিবার সম্পর্কে উদাসিন থাকেন। সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলুন। তাদেরকে গাড়ি চালানো শিখাতে ব্যস্ত হবেন না। আপনাদের পরিবার যদি নিরাপদ না থাকে সড়ক কি ভাবে নিরাপদ হবে। আপনি যদি সকাল বেলায় ঘর থেকে ঝগড়া করে বের হন, স্বাভাবিক ভাবেই আপনার মেজাজ খারাপ থাকবে। গাড়িতে বসেও উল্টা পাল্টা চিন্তা করবেন, চালাবেন কি ভাবে? অশান্তি লাগবে। কারণ শান্তিতো আপনার ঘরের দরজায়। তাই পরিবারে নিরাপদ ও শান্তি বজায় রাখা প্রয়োজন। তাহলেই নিরাপদ সড়ক গড়ে উঠবে।
২২ অক্টোবর সোমবার দুপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ বিআরটিএর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০ টায় -আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো- এ স্লোগানকে সামনে রেখে আদালত চত্বরে একটি র্যালী বের করা হয়। এ র্যালীতে অংশ নেয় বিদ্যা নিকেতন হাই স্কুলের সহকারী শিক্ষক মো. আল আমিন, মো. আবু হোসেন, শফিউন্নেসা, নাজমুন নাহার ও শিক্ষার্থীবৃন্দ।
জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মো. সেলিম রেজার সভাপতিত্বে ও সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মোক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুম বিল্লাহ, বিআরটিএ’র ডিজিএম মো. মনিরুজ্জামান, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. অলিউল হোসেন ।
জেলা প্রশাসক আরো বলেন, শিক্ষার্থীরা আমাদের দেখিয়ে দিয়েছে সকলেরই দোষ আছে। তাই সচেতন হতে হবে। পথচারী বা সামনের গড়িটিকে দোষ না দিয়ে সকলেই সর্তক হোন। নিজেকে চালক ভেবে ছোট করবেন না। এটাও একটি পেশা। অনেক জনপ্রতিনিধি রয়েছে ট্রাক চালাতো তারা এখন নিজ যোগ্যতায় কোটি টাকার মালিক হয়েছে। আপনারা রাষ্ট্রের পেশাগত দ্বায়িত্ব পালন করছেন। আমি সরকারের সর্বোচ্চ মহলে চালকদেরকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়ার জন্য কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে। বাহিরের দেশগুলোর মত ফ্লাইওভার ব্রীজ হয়েছে, কর্ণফুলিতে ট্যানেল হচ্ছে। বর্তমান সরকার সহ আমরা সকলেই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যাতে করে পরবর্তী প্রজন্ম বলতে পারে, আমাদের পূর্ব পুরুষরা একটি উন্নত বাংলাদেশ রেখে গেছে।
এছাড়াও উপস্থিত ছিলেন, সৈয়দ আইনুল হুদা চৌধুরী, ট্রাক মালিক সমিতির সভাপতি মো. মতিউল্লাহ মিন্টু, মো. শাহআলম, মো. আবুল হোসেন, জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, সদস্য মো. রতন মিয়া প্রমুখ।