পছন্দের মেয়ের সাথে বিয়ে দিতে অনীহা, যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের ডিগ্রীচর গুদারাঘাট থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ( ৪ আগস্ট ) দুপুরে উদ্ধার করা মরদেহটি নয়াপাড়ার শাহ নেওয়াজ সেন্টুর ছেলে রফিকুল ইসলাম হৃদয়ের বলে জানা গেছে।

সদর মডেল থানার এসআই রিপন জানান, হৃদয় তার পছন্দের এক মেয়ের সঙ্গে বিয়ের জন্য বাড়িতে জানালে তার বাবা-মা তা মেনে নেয়নি। তাই শনিবার সকালে রাগ করে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

তিনি আরো জানান, রোববার দুপুরে গুদারাঘাট এলাকায় খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে তার পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করে। পরে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মুত্যুর কারণ জানা যাবে।

add-content

আরও খবর

পঠিত