নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও আসন্ন নির্বাচনে মহাজোট প্রার্থী একেএম সেলিম ওসমান বলেছেন, যারা এখানে আওয়ামীলীগ করেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো যেখানেই যত গন্ডগোল থাকুক এই দেওভোগে যেন আওয়ামীলীগ নিয়ে কোন গন্ডগোল না থাকে । আমি আওয়ামী লীগের সাথেই আছি। আমি এরশাদ সাহেবের সাথে নাই। নৌকা আর লাঙ্গলের সাথে কোন তফাৎ নেই। যেখানে লাঙ্গল সেখানেই নৌকা, যেখানে নৌকা সেখানেই লাঙ্গল। মহান বিজয় দিবস ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার ( ১৮ ডিসেম্বর ) দেওভোগ চারুকলা ইনস্টিটিউট সংলগ্ন এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি নারায়ণগঞ্জ ক্লাবে বলেছিলাম নারায়ণগঞ্জের ৫টা আসনেই নৌকার প্রয়োজন। আমাদের মাঝে মাঝে একটু বিভেদ থাকে। বিভেদটা আওয়ামীলীগের মধ্যে বেশি হয়। এটা আপনারা মানেন আর না মানেন, বদনাম করেন আর না করেন আমার খুব কষ্ট হয়। কারণ আমার দাদা খান সাহেব ওসমান আলীর বায়তুল আমানে আওয়ামী লীগের জন্ম। আর দেওভোগ হচ্ছে আওয়ামীলীগের তুরগ। এটার মধ্যে কোন ভুল নাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলন, রাশেদুর রহমান রাশু, নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, এড. ওয়াজেদ আলী খোকন (পিপি), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, মহনগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন, কৃষক লীগ নেতা জিল্লুর রহমান লিটন, নারাণগঞ্জ ক্লাবের সভাপতি সোলায়মান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজিব সহ শ্রমিক লীগ, যুব লীগ, ছাত্রলীগ সহ স্থানীয় পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসী।