নৌকার জয় সুনিশ্চিত : মেয়র আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

রবিবার (৩০ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১ টায় পশ্চিম দেওভোগ শিশুবাগ বিদ্যালয়ে গিয়ে মেয়র ডা. সেলিনা হায়াত আইভী তার ভোটাধিকার প্রয়োগ করেন। নিজের ভোট প্রয়োগ শেষে তিনি সকল ভোটারদের এ আহ্বান জানান। এ সময় তিনি এলাকাবাসী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিকে সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে আইভী বলেন, পরিস্থিতি খুবই সুন্দর এবং চমৎকার। ভোটার আরো আসবে বলে আমি আশাবাদি। আমি মনে করি, নৌকার জয় সু-নিশ্চিত এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন। এই বিজয়ের মাসে আমাদের আরেকটি বিজয় হতে যাচ্ছে। উন্নয়নের ধারা বজায় রাখতে হলে এই মূহূর্তে শেখ হাসিনা সরকারকেই প্রয়োজন।

add-content

আরও খবর

পঠিত