নীট কনসার্ণ ক্রিকেট একাডেমীর জয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : ২দিন বিরতির পর ২৭ ডিসেম্বর রবিবার শিরোপা প্রত্যাশী নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে রেইনবো এসিকে। এটি ছিল হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ৭ম ম্যাচ। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এর ক্রিকেট মাঠে সকালে টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় নীট কনসার্ণ ক্যাপ্টেন মোহাম্মদ শরিফ।

আশফাক আহমেদ জিতু ও ফজলে রাব্বির অর্ধশত রানের উপর ভর করে নীট কনসার্ণ পৌঁছে ২৮৮ রানে। রনি তালুকদার ৮ বাউন্ডারিতে আউট হয়েছেন ৪৯ রানে। জিতু ৮ বাউন্ডারিতে করেন ৬২ রান। ফজলে রাব্বি ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় আউট হন ৬১ রানে। ফয়সাল সরকার ২০, মানিক ও তৈয়বুর পারভেজ আউট হন ১৭ রান করে। রেইনবোর হাসিব ২৬ রানে এবং বাপ্পি ৩৭ রানে পান ৩টি করে উইকেট। রবিন ও আবু সাইদ পান ২টি করে উইকেট। জবাব দিতে পারেনি রেইনবো নীট কনসার্ণের বিশাল স্কোরের। ১৪২ রানে থেমে যায় তারা। ব্যাটসম্যানেরা যা পারেনি ২ বোলার আবু সাইদ ও রবিন বিশ্বাস তা করে দেখিয়েছেন। ২জনেই আউট হয়েছেন ২৭ রান করে। রবিন বিশ্বাস ৩ বাউন্ডারিতে এবং ১ বাউন্ডারিতে আবু সাইদ এ রান করেন। তাসামুল ১ ছক্কায় ২২ রানে ফিরেন।

এর আগে তিনি শহিদুলের বলে ব্যাথা পেয়ে মাঠ ছেড়েছিলেন। হাসিব ৩ বাউন্ডারিতে ফিরেন ১৩ রানে। খেলার মাঠে রেইনবোর খেলোয়াড়দের বডিল্যাংগুয়েজ ছিল ম্যাচের আগেই হেরে যাওয়ার মত। তাদের বহিরাগত কোটায় খেলার কথা যে খেলোয়াড়ের, সে না আসায় শুরুতেই ভেঙ্গে পড়ে তারা। পুরো ম্যাচে এটা কাটিয়ে উঠতে পারেনি। তাছাড়া প্রিমিয়ারের মত বড় মাপের খেলায় নিয়মিত অনুশীলন ছাড়া ম্যাচ খেলা জুয়া খেলার নামান্তর। রেইনবোর খেলোয়াড়দের মাঠে ছুটাছুটিতেই তা বুঝা গেছে। সামনে আরও ম্যাচ রয়েছে। শুধরাতে না পারলে অবনমনে যাওয়াটাও বিচিত্র নয়।

সংক্ষিপ্ত স্কোর :

নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী : ২৮৮/১০ (৪৭.৩ ওভার) আশফাক জিতু-৬২, ফজলে রাব্বি-৬১, রনি তালুকদার-৪৯, ফয়সাল-২০,তৈয়ব মানিক-১৭, তৈয়বুর পারভেজ-১৭।  অতিরিক্ত-২৯। হাসিব-৩/২৬, বাপ্পি-৩/৩৭, আবু সাইদ-২/৩০, রবিন-২/৫৫।

রেইনবো এ্যাথলেটিক ক্লাব : ১৪২/১০ (৪৬.৩ ওভার) আবু সাইদ-২৭, রবিন-২৭, তাসামুল-২২, হাসিব-১৩। অতিরিক্ত-১২। নাজমুল অপু-৪/২২, শহিদুল-২/২২, ফয়সাল-২/১৪।

আম্পায়ার : মুজাহিদুল স্বপন ও মো. রাজন। স্কোরার :  নাসির ও ডালিম।

২৮ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এর ক্রিকেট মাঠে আলীগঞ্জ ক্লাব ও শামসুজ্জোহা স্মৃতি একাদশ এর খেলা অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত