নিয়ন্ত্রণহীন আগু‌ন, ঝু‌কিঁ‌তে বিআইড‌ব্লিউটিএর কো‌টি টাকার সম্পদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগ‌ঞ্জ জেলা প্রশাস‌কের বাসভব‌নের উ‌ল্টো‌ দি‌কে ‌নিয়ন্ত্রণহীন ভয়াবহ অ‌গ্নিকান্ড। ২৩ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরফকল এলাকায় বিআইড‌ব্লিউ‌টিএর গুডাউ‌নে এ ঘটনা ঘ‌টে। ফায়ার সা‌র্ভি‌সের ১০টি ইউ‌নিট সহ পু‌লিশ, আনসার ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চা‌লায়।

প্রত্যক্ষদর্শীরা জা‌নি‌য়ে‌ছে, সকাল সা‌ড়ে ১১টায় আমরা রাবার পাই‌পের ম‌ধ্যে আগু‌নের লে‌লিহান শিখা দেখ‌তে পাই। প‌রে সাম‌নে এগু‌লে লক্ষ্য ক‌রি ই‌তোম‌ধ্যেই ওই আগুন পাইপ ও প্লা‌স্টি‌কে ব্যপক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে। এক‌টি গোডাউ‌নের মালামাল আগুনে পু‌ড়ে গে‌ছে। ধী‌রে ধীরে আগু‌নের তাপ প্রকট আকার ধারণ ক‌রছে। প্রথম ফায়ার সার্ভি‌সের ১টি ইউ‌নিট ব্যর্থ হয়। প‌রে আ‌রো ৪টি ইউ‌নিট বি‌কাল পর্যন্ত আগুন নিয়ন্ত্র‌নে আন‌তে নানা ভা‌বে চেষ্টা চালি‌য়ে যা‌চ্ছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ভেতরে থাকা প্লাস্টিকের ফ্লোটার পাইপগুলো সরিয়ে ফেলা হচ্ছে৷ ফ্লোটার পাইপগুলো সরানোর জন্য জেটির কর্মচারীদের সাথে স্থানীয় এলাকাবাসীও সাহায্য করছেন৷

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা ডিভিশন) দেবাশীষ বর্ধন বলেন, আমাদের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে৷  তবে দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে আগুন আরো ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে৷

ওইসময় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান জানান,  এখানে যে ড্রেজারের পাইপ গুলো লয়েছে সেগুলো হল প্যাস্টিকের। সকল পাইপ ইতালি থেকে আনা এবং এগুলোর মূল্য প্রায় ১৫ কোটি টাকা।এখানে প্রায় ৪৮ হাজার ফিট পাইপ রয়েছে। আগুনের কারন এখনও জানা যায়নি।

এ ব্যপা‌রে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, গুদামের বাইরে রাখা ড্রেজিং পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা গুদামে ছড়িয়ে পড়ে। গুদামের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আমরা আগুন নিয়ন্ত্র‌নে আনার স‌বোর্চ্চ চেষ্টা কর‌ছি।

add-content

আরও খবর

পঠিত