নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নির্বাচন আচরণবিধি তোয়াক্কা করেনি সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস। রোববার (২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বিএনপি’র প্রার্থী শাহ আলম এর সাথে রিটার্নিং অফিসার কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস।
নির্বাচন বিধি অনুসারে সিটি করপোরেশন মেয়র, পৌরসভা মেয়র, উপজেলা ও ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান নির্বাচনী কাজে সরাসরি নিজেদের সম্পৃক্তের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তা অমান্য করায় রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রশ্ন তুলেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রাব্বী মিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলেন, একজন জনপ্রতিনিধি নির্বাচনী কাজে আসতে পারবে না। তাহলে উপজেলা পরিষদ চেয়ারম্যান কীভাবে এখানে উপস্থিত থাকেন? শাহ নিজামের এমন আপত্তির প্রেক্ষিতে অন্যান্য প্রর্থীীর মধ্যে ক্ষোভ সঞ্চার হয়।