নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে আদর্শহীন নেতারাই প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এ সকল নেতাদের যদি প্রশ্ন করা হয়, গত পাঁচ বছর পূর্বে আপনি যে সকল প্রতিশ্রুতি দিয়ে ওয়াদাবদ্ধ হয়েছিলেন, তার কতটুকু বাস্তবায়ন করেছেন? নিশ্চয় এ প্রশ্নের তারা কোন সদোত্তর দিতে পারবেন না। কারণ এই রাজনৈতিক প্রতিশ্রুতিবাজরা প্রতিশ্রুতির আড়ালে কেবল ব্যাক্তিগত আখের গোছাতে সর্বদাই ব্যাস্ত থেকেছেন। আর প্রতিশ্রুতির নামে সাধারণ মানুষকে কেবল ধোকাই দিয়েছেন।
আরো বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষে ধারাবাহিক আন্দোলন সংগ্রামকে বেগবান করার স্বার্থে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সারা দেশেই নির্বাচনে অংশগ্রহন করছে। অতএব আমরা নির্বাচনকে সামনে রেখে চাঁন্দাবাজী কিংবা ধান্দাবাজীর মধ্যে নেই। আমাদের লক্ষ্য এই লুটেরা ধনিকশ্রেণীর রাষ্ট ব্যবস্থার আমূল পরিবর্তন করে শ্রমিকশ্রেণীর রাজ প্রতিষ্ঠা করা।
মাহমুদ হোসেন বলেন, একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ছাড়া কেবল নির্বাচনের মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন কোন ভাবেই সম্ভব নয়। আমরা নির্বাচনকে পার্টির অন্যান্য কর্মসূচির মতোই একটি রাজনৈতিক কর্মসূচি বলেই মনে করি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতিকে আপনার মূল্যবান ভোটটি দিলে সেই ভোটটি আগামী দিনে সমাজ বদলের হাতিয়ার হিসাবে আমাদের শক্তি জোগাবে বলে আমরা বিশ্বাস করি।
পহেলা ডিসেম্বর শনিবার সকালে পঞ্চবটি দলীয় কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে মাহমুদ হোসেন এসব কথা বলেন।
বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর পঞ্চবটি শাখা কমিটির সভাপতি সুমন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভাতে পার্টির নির্বাচনী প্রতিক কোদাল মার্কায় ভোট আহবান করে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকনেতা সাইফুল ইসলাম, হেলিম সরদার, মোহাম্মদ আলীও প্রমূখ।