নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ ২০শে ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ১ টায় নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শশ্মানের পূজা কমিটির সভাপতি বাবু নিরঞ্জন সাহা ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরন করেন। তাকে সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় শশ্মানে সমাহিত করা হয়। সমাধি কাজে তার পরিবার পরিজনের সাথে টিম খোরশেদ সহযোগিতা করেন।
উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে আসা যাওয়ার সময় তিনি করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। টিম খোরশেদ এর পক্ষে কাউন্সিলর খোরশেদ ও স্বেচ্ছাসেবকবৃন্দ এবং নাসিকের পক্ষ থেকে কাউন্সিলার খোরশেদ ও কাউন্সিলার শারমিন হাবিব বিন্নি পূষ্পার্ঘ অর্পণ করেন। এসময় কাউন্সিলার খোরশেদ বলেন, নিরঞ্জন সাহা একজন নিভৃতচারী সমাজকর্মী ও বিনয়ী মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন শশ্মানের উন্নয়ন কাজে আমাদের সহযোগিতা করেছেন।