নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নিজ হাতে পণ্য কিনে সকলকে নিয়ে ইফতার করতে পছন্দ করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। বুধবার ( ৮ মে ) বিকেলে নগরীর অভিজাত একটি রেস্তোরায় ক্রেতা হয়ে জাতীয় সংসদের এই সদস্যকে নিজ হাতে ইফতার কিনতে দেখা গেছে।
এসময় তিনি বলেন, যেহেতু আমি রাজনিতী করি। আমার অনেক শুভাকাঙ্খি ও নেতাকর্মী আছে, এলাকার মুরুব্বিরা আছে। কম হলেও ২৫-৩০ জন হবে। অনেক ব্যস্তাতার মাঝে আমার সময় কাটাতে হয়। তারপরেও মাঝে মাঝে তাদেরকেও তো ইফতার করাতে হয়। আবার বাইরের খাবার টা একটু স্বাদ হয়। তাই বাইরে থেকে ইফতার নিতে আসছি। তাছাড়া ইফতার কিনতে আসাটাও আনন্দের। নিজে রুচি সম্মত ইফতার কিনে সকলকে নিয়ে একসাথে ইফতার করতেও পছন্দ করি।
এদিকে রমজানকে ঘিরে নগরীতে জমে উঠেছে ইফতার বাজার। আর এসব পন্য কিনতে প্রতিদিনিই দোকানের সামনে ভিড় জমাচ্ছে সাধারাণ মানুষ থেকে শুরু করে রাজনৈকি ব্যক্তিসহ নানা পেশার মানুষ। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় পরিবারের সঙ্গে একসাথে ইফতার করার জন্য বেছে নিচ্ছেন পছন্দের খাবার গুলো ।