নিখোঁজের পর ছাত্রদল সভাপতি রনিকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবশেষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে ফতুল্লা থানায় বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) ভোরে থানার দাপা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সোমবার সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে রনিকে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই সময়ে রনির কাছ থেকে একটি বিদেশী তৈরি পিস্তল ও ৩ রাইন্ড গুলি উদ্ধার করা হয়ে।

এর আগে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ ছিলো তার পরিবারের।

লিখিত বক্তব্য পাঠ করে রনির ছোট ভাই মহিবুর রহমান রানা জানান, তার ভাই মশিইর রহমান রনি(৩০) গত ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় পারিবারিক কাজে ঢাকা যায়। আর রাত পর্যন্ত ফিরে আসেনি। তবে রাত ১০টায় অজ্ঞাত এক ব্যক্তি ঢাকা থেকে টেলিফোনে জানায় যে এমাত্র একটি কালো মাইক্রোবাসে করে কয়েকজন সাদা পোশাকধারী নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে আমার ভাই মশিউর রহমান রনিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এর পর থেকে নিখোঁজ রয়েছে রনি।

add-content

আরও খবর

পঠিত