নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চের দুটি মসজিদে শেতাঙ্গ খ্রিস্টান সন্ত্রাসীর হামলার ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যাতে কোন বিশৃঙ্খলা না ঘটে সেজন্য নজরদারি ও টহল জোরদার করেছেন র্যাব-১১। রবিবার (১৭ মার্চ) র্যাব এর অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান এ কথা জানান।
তিনি জানান, গত ১৫ মার্চ জুম্মার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় দুই বাংলাদেশীসহ প্রায় ৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরও অনেকে। এর মধ্যে পাঁচ বাংলাদেশি আহত ও দুজন নিখোঁজ রয়েছে। ওই হামলাকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় ও গীর্জাসমূহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অথবা তাদের উপর কোন ধরণের হামলার ঘটনা যাতে না ঘটে সে জন্য দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
র্যাব জানায়, সর্বোপরি দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে যাতে কোন স্বার্থান্বেষী মহল নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জে র্যাব-১১ এর আওতাধীন এলাকায় সংখ্যালঘু ও খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় ও গির্জা সমূহে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা তথা টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যে কোন ধরনের নামকতা ও জঙ্গি তৎপরতা ঠেকাতে র্যাব নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে। এ ধরনের কোন কর্মকান্ড র্যাবের দৃষ্টিগোচর হলে তা সাথে সাথে প্রতিহত করার জন্য তারা প্রস্তুত আছে। এ বিষয়ে র্যাব সকলকে সতর্ক দৃষ্টি রাখার জন্যও আহ্বান জানিয়েছেন।