নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ২৮ নভেম্বর বুধবার এক বার্তায় তিনি কৃতজ্ঞতা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনেতা তারেক রহমানের প্রতি।
খোরশেদ ধন্যবাদ জানিয়ে বলেন, আমার প্রান প্রিয় সংগঠন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রত্যেক নেতাকর্মীর কাছে আমি চির ঋণী হয়ে রইলাম।
খোরশেদ আরো বলেন, আমি হয়তো চূরান্ত নির্বাচনে প্রার্থী থাকবো না। কিন্তু দল আমার প্রতি যে আস্থা রেখেছে তা আমার মত ক্ষুদ্র একজন কর্মীর জন্য অনেক বড় পাওয়া। এসব কিছুই সম্ভব হয়েছে আল্লাহর অশেষ রহমত, দেশনেতা তারেক রহমানের বিচক্ষনতা ও আমার যুবদলের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের কারনে।
তিনি বলেন প্রাথমিক বাছাইয়ে বিএনপি’র মত বৃহৎ দল যে আমাকে সংসদ সদস্য হওয়ার মত যোগ্য মনে করেছে তা আমার আগামী দিনের আন্দোলন সংগ্রামের পাথেয় হয়ে থাকবে। আমি শপথ পূর্বক আমার এই জীবন আমি শহীদ জিয়ার আদর্শে উৎসর্গ করলাম।
তিনি কৃতজ্ঞ চিত্তে স্বরণ করেন অত্র আসনের বিএনপির সাবেক এমপি আলহাজ্ব জালালউদ্দিন আহমেদ, যুবদল নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, ভাই শহীদ শাব্বির আলম খন্দকার, রফিক কমিশনার, মমিনউল্লাহ ডেবিড, যুবদল নেতা বন্ধু নাজিম ভূইয়াকে।
তিনি শ্রদ্ধা জানান, আমার শিক্ষক এড.তৈমুর আলম খন্দকার, কেন্দ্রীয় যুবদলের সাবেক ও বর্তমান কান্ডারী বরকতউল্লাহ ভুলু, মোয়াজ্জেম হোসেন আলাল ও সাইফুল আলম নীরবের প্রতি।
খোরশেদ আরো বলেন, আমি ক্ষমা প্রার্থনা করি আমার স্ত্রী, সন্তান, ভাই-বোন, পরিবার, বন্ধু বান্ধব ও ওয়ার্ডবাসীর প্রতি। রাজনৈতিক কারনে তাদের ন্যায্য পাওনা সময়টুকু আমি তাদের দিতে পারি নাই। পরিশেষে তিনি প্রিয় নারায়ণগঞ্জবাসীর কাছে তাদের ভালবাসা, দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেছেন।