নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর শততম জম্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব (বঙ্গবন্ধু স্বর্ণ পদক) শিশু-কিশোরদের সংগীত, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। রবিবার (২৪ পেব্রুয়ারি) সন্ধ্যায় ক্লাব ভবনে সংগীত, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার এক প্রস্তুতিমুলক সভা ক্লাবের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার বাছাইপর্ব ১মার্চ শুক্রবার ও চুড়ান্তপর্ব ৮ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। ১৭ মার্চ রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সঙ্গীত,আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন ২১ ফেব্রুয়ারী হতে আরম্ভ হয়েছে। সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন ২৮ ফেব্রুয়ারী ও চিত্রাংকন প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন ১২মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা হতে রাত ১০ টা পর্যন্ত ক্লাব প্রাঙ্গনে চলছে। নার্সারী হতে এসএসসি পরীক্ষার্থীগন এ প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবে।
ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক চন্দন শীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বছরের (বঙ্গবন্ধু স¦র্ণ পদক) চিত্রাংকন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা আয়োজনে সকলের সহযোগিতা কামনা করা হয়। আগামী বছর জাতির জনকের জম্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুুতি হিসেবে এ বছর নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। সভায় ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান,অর্থ সম্পাদক মো: কামরুজ্জামান ভুইয়া মিনু, যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু, মোরশেদ সারেয়ার সোহেল, কার্যকরি কমিটির সদস্য হোসনে আরা রেজা, আলী আকরাম তারেক, অংকন চন্দ্র সাহা, আসাদুজ্জামান সুজন, শ্যূটিং কোচ শফিকুজ্জামান, ক্লাবের সাধারণ সদস্য প্রফেসর অধ্যক্ষ শিরিন বেগম, সোহেল আক্তার, সুনিত সাহা, কমর উদ্দিন আহাম্মদ, মামুন খান, মাসুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের প্রতিযোগিতা সফলভাবে আয়োজনে বিভিন্ন দায়িত্ব প্রদান করা হয়।