নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের ব্যবস্থাপনায় ক্লাবের শ্যূটিং রেঞ্জে ১৮তম বীর মুক্তিযোদ্ধাদের শ্যূটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর রবিবার রাইফেল ক্লাবে এই শ্যূটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে সকাল সাড়ে ৯ টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। ২৫ মিটার দূরত্বে .২২ রাইফেল স্পোটিং শ্যূটিং প্রতিযোগিতায় তিন শতাধিক মুক্তিযোদ্ধা অংশ গ্রহণের নিমিত্তে রেজিস্ট্রেশন করেন। সারাদিন ব্যাপী শ্যূটিং প্রতিযোগিতায় মু্িক্তযোদ্ধাদের শীতের চিতই পিঠা, ভাঁপা পিঠা, ঝালমুড়ি, ঘিয়ে ভাঁজা জিলাপী দ্বারা আপ্যায়িত করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন মিয়া বিজয় দিবস শ্যূটিং প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান জানানোর জন্য নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একদিন আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁিপয়ে পড়েছেন এবং দেশের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করে যাচ্ছেন।
এসময় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন যে, এক সময়ে মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবে না, তখন মুক্তিযোদ্ধা প্রজম্মদের শ্যূটিং প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরন রাখার প্রস্তাব করেন। তিনি তাঁর নির্বাচনী এলাকা সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচী হাতে নিয়েছেন। এর মধ্যে একটি দিন শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সারাদিন তারা স্মৃতিচারন করবেন। জেলা মুক্তিযোদ্ধাদের এ অনুষ্ঠানের মাধ্যমে তিনি ঐ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রন জানান।
এছাড়া ক্লাবের সাধারন সম্পাদক খালেদ হায়দার খান কাজল বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের পুরনো স্মৃতি আর্কাইভে সংরক্ষনের জন্য ভিডিওতে ধারন করার উদ্যোগ নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব হতে নেয়া হয়েছে। মুক্তিযোদ্ধাগন তাদের পুরনো স্মৃতি এসে বলতে পারেন। মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সদর উপজেলা কমান্ডার জুলহাস ভুঁইয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার প্রমুখ। মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারন করেন শিখা ভট্রাচায্য ও লক্ষী চক্রবর্তী।
এসময় সময় অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি সাধারন সম্পাদক খালেদ হায়দার খান কাজল, যুগ্ম সম্পাদক ফারুক বিন ইউসুফ পাপ্পু, মোরশেদ সারোয়ার সোহেল, মহিলা সম্পাদিকা আলেয়া সারোয়ার, কার্যকরি সদস্য হোসনে আরা রেজা, মোস্তফা কামাল, অংকন চন্দ্র সাহা, আলী আকরাম তারেক, সাধারণ সদস্য সাইফুল ইসলাম মাসুম, আনোয়ারুল আলম বাবু, মাসুদ পারভেজ, আরমান হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, সোহেল আক্তার সোহান, খন্দকার মাহবুবুল ইসলাম সোহেল, রুমা আহমেদ প্রমুখ।
সার্বিকভাবে শ্যূটিং প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন প্রাক্তন শ্যূটিং সম্পাদক মো. শফিকুজ্জামান, প্রাক্তন শ্যূটার কমর উদ্দিন আহাম্মদ, জাতীয় শ্যূটার সুরাইয়া আক্তার, মাহমুদুল হাসান সজীব প্রমুখ। বাংলাদেশের মধ্যে একমাত্র নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব মুক্তিযোদ্ধাদের জন্য শ্যূটিং প্রতিযোগিতার আয়োজন করে থাকে।