নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কর্মচারীদের প্রাতিষ্ঠানিক স্বার্থে তিনটি মার্কেটে শাখা কমিটি গঠন করে অনুমোদন দিয়েছে নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন। গতকাল রাতে ভাষা সৈনিক রোড বালুর মাঠ এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে ওইসব কমিটির আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়।
শহরের অন্যতম ফ্রেন্ডস মার্কেট, ডিআইটি মার্কেট, সমবায় মার্কেট এর বিভিন্ন প্রতিষ্ঠান কর্মরত অর্ধশতাধিক কর্মচারীদের নিয়ে এসব কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, এ সংগঠনটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আজমরেী ওসমান, উপদেষ্টা তরিকুল ইসলাম লিমন। এতে ফ্রেন্ডস মার্কেটের জন্য মোস্তফা কামাল শ্যামলকে সভাপতি ও লিটন চন্দ্র ঘোষকে সাধারন সম্পাদক করে ২২ সদস্য, ডিআইটি মাকের্টে মামুন কবিরকে সভাপতি ও সোহেলকে সাধারন সম্পাদক করে ১০ সদস্য ও সমবায় মার্কেটে লিটন সভাপতি ও মুরাদকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য সহ আংশিক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও ওই সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারন সম্পাদক তুলসি ঘোষ, সহ-সভাপতি মুক্তার হোসেন, সহ-সাধারন সম্পাদক মো. স্বপন মিয়া, কোষাধক্ষ্য মো.আমির হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক এ.কে পিন্টু, প্রচার সম্পাদক মো. সাকিব প্রধান সৌরভ, দপ্তর সম্পাদক মো.আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য রাশেদুর করিম পিপলু ও কার্যকরী সদস্য মো. আফসার মামুন প্রমুখ ।
![](https://narayanganjbarta24.com/wp-content/uploads/2020/07/Pic-16.jpg)