না.গঞ্জ জেলা মুজাহিদ কমিটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা মুজাহিদ কমিটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বন্দরের শাহী মসজিদ এলাকার শাহজালাল মাদ্রাসা প্রাঙ্গনে জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতী মাসুম বিল্লাহর ব্যবস্থাপনায় এবং জেলা মুজাহিদ কমিটির সদর মাও. মজিবুর রহমানের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহকারি দফতর সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নাসির উদ্দীন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাছ আমাদের সর্বোত্তম অক্সিজেন দেয়।স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপনে পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। আর ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা বৃক্ষের। মহানবী (সা.) পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও তা পরিচর্যার কথা উল্লেখ করে বিভিন্ন হাদিসে উৎসাহ ও নির্দেশনা দিয়েছেন। এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির ভেতরকার ২৫ শতাংশই বৃক্ষ। বৃক্ষ ছাড়া প্রাকৃতিক পরিবেশের কল্পনা করা অবান্তর। ইসলাম সঙ্গত কারণেই পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরিতে উৎসাহ ও নির্দেশনা দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দ্বীন কায়েম সংগঠন নারায়ণগঞ্জ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মুহা নুর হোসেন এবং নগর সেক্রেটারি মুহা সুলতান মাহমুদসহ জেলা মুজাহিদ কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত