নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক পরিষদের পক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক পরিষদের প্রধান উপদেষ্টা একেএম সেলিম ওসমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
৯ মার্চ শনিবার রাতে সৌদি আরবের রিয়াদে হোটেল শেরাটনে সেলিম ওসমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল আলম রবি, সংগঠনের পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম ও দপ্তর সম্পাদক আইমান ফাহিম।
এ সময় প্রবাসীদের সকল প্রকার সহযোগীতার আশ্বাস দিয়ে সাংসদ সেলিম ওসমান বলেন, প্রবাসীদের যে কোনো ভালো কার্যক্রমে মনে থাকবে । প্রবাসীদের সকল সমস্যায় আমি পাশে থাকবো।
তিনি আরো বলেন, প্রবাসীরা দেশের সম্পদ। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। দেশের প্রতি টান ও ভালোবাসা সবারই থাকে। কিন্তু প্রবাসীরা সেই টান-ভালোবাসা, পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে পাড়ি দেন বিদেশে। একটু ভালো উপার্জনের আশায় তারা বছরের পর বছর বিদেশে পড়ে থাকেন। তাদের উপার্জনের ওপর নির্ভর করে দেশে থাকা পরিবারের ভরণপোষণ। শুধু তাই নয়, আমাদের আকাশচুম্বী চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তারা সাধ্যমতো হাসিমুখে তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। তাই প্রবাসীদের সহযোগীতায় সব সময় আমি পাশে থাকবো।