নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে ১৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি অভিযানিক দল। মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) র্যাব এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মো. আব্দুর রহমান (৩২) সদর থানাধীন গোগনগর বাড়ীর টেক এলাকার মো. মহিউদ্দিন সরদার এর ছেলে।
র্যাব জানায়, ২ ডিসেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদর মডেল থানাধীন গোগনগর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, ধৃত আসামী নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিলো বলে জানা যায়। আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।