না.গঞ্জে প্রেমিকের সাথে দেখা করতে এসে ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জে প্রেমিকের সাথে দেখা করতে এসে ধর্ষণের শিকার হয়েছে চট্টগ্রামের এক তরুণী। সোমবার (১০জুন) দুপুরে ওই তরুণী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছে।

মামলা সূত্রে জানা গেছে, ছয়মাস আগে চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিয়ের অনুষ্ঠানে রবিউল ইসলাম সানির সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। তখন থেকেই তাদের সম্পর্ক ছিলো। ঈদের ছুটিতে ৭ জুন (শুক্রবার) সানির দাওয়াতে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে আসেন ওই তরুণী। পরে শহরের গলাচিপায় শ্যামলী পরিবহনের কাউন্টারের পাশে একটি রুমে নিয়ে তাকে ধর্ষণ করেন সানি। ঘটনার পর তরুণীকে আরেকটি বাসে করে চট্টগ্রাম পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু তাদের বাকবিতন্ডায় লোকজন জড়ো হলে সানি পালিয়ে যায়। মামলায় ওই ধর্ষণের পেছনে সানির মা ও এক ভাই জড়িত দাবি করা হয়। মামলায় এ তিনজনকে আসামি করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত